• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সেনবাগে কিশোর গ্যাং এর চুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত,আহত-৭, আটক এক

  • ''
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২৪

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র এফ-১০ গ্রুপ নামের একদল কিশোর গ্যাং সদস্যের চুরিকাঘাতে মাজহারুল ইসলাম প্রকাশ শাওন (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত শাওন দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র ও সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির আবুধাবী প্রবাসী জসিম উদ্দিন প্রকাশ কচি মিয়ার ছেলে। এ ঘটনায় পিয়াস, ও মেহেদী সহ অন্তত আরো ৫থেকে ৭জন আহত হয়েছে। এদের মধ্যে পিয়াসের অবস্থা সংটাপন্ন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলার ঘটনাটি ঘটেছে বুধবার রাত সোয়া ৮ টার দিকে সেবারহাট বাজারের ওয়ালী মুন্সি সড়কের সামনে।এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এঘটনায় সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য মোঃ আজাদ নামের এক জনকে আটক করে সেনবাগ থানা পুলিশে নিকট হস্তান্তর করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, বুধবার (১৭ এপ্রিল) এশার নামাজের আগ মুহুর্তে সেবারহাট বাজারে বৈশাখী মেলায় দোকান থেকে চাঁদা আদায়ের ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জসিম কন্টাক্টরের ছেলে এফ-১০ গ্রুপ কিশোর গ্যাং সদস্য হৃদয়, আরিফ, লতিফ, নকিব ও আরাফাত গোলাম রাব্বীর সঙ্গে নিহত মাজহারুল ইসলাম প্রকাশ শাওন ,পিয়াস ও মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় হৃদয়ের নেতৃত্বে এফ-১০ গ্রপের সদস্যরা শাওন, পিয়াস ও মেহেদীকে বুকে ,পেটে ও মুখে এলোপাথাড়ী চুরিকাঘাত করে আহত করে দ্রুত পলিয়ে যায।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ফেণীর ২৫০ শর্য্যা হ্সাপাতালে নিয়ে গেলে কবর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করে। এসময় আহত পিয়াস ও মেহেদীর অবস্থার অবনতী হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করানো হয়। এদের মধ্যে পিয়াসের অবস্থা সংকটাপন্ন বলে জানাগেছে।

যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ.নাজিম উদ্দিন এক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখনো থানায় কোন মামলা হয়নি। তবে পূলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads